এই পৃথিবীর যতো প্রাণী  রাজা, প্রজা, মহাজ্ঞানী
           নারী পুরুষ দুইয়ে মিলেই সব,
নারী হলো মায়ের জাতি সব পুরুষের জীবনসাথী
           আদম  থেকেই  এমন অনুভব।

কতক নারী কোমলমতি কতক দেখি চালাক অতি
          লম্বা কিংবা খাটো কারোর কেশ,
বরফ হয়ে গলতে পারে বাতি হয়ে জ্বলতে  পারে
          এমন নারীই চায় এ সমাজ দেশ।

নারী  হলো প্রেমের নদী শুরু থেকে আজ অবধি
           নিত্য সেথা ছলাৎ ছলাৎ ঢেউ,
রাজা,বাবু ,মন্ত্রী মশাই  বীর বাহাদুর কিংবা কসাই।
          চায়না নারী নেই় তো এমন কেউ।


কখনো এই নারীই বন্য নিজেই সাজে ভোগ্যপণ্য
         এটাই শুধু ভাই ? মেকি কিছুই নাই?
স্বামী সন্তান ফেলে রেখে হঠাৎ দেখি যাচ্ছে বেঁকে
       অন্যঘরে কাটায় সে গোটা জীবনটাই।

মায়াজালে বন্দি থেকে নিজকে যদি রাখে ঢেকে
         সব হবে তার আপণ করে পাওয়া,
নারী ভীষণ ভাগ্যবতী একটু যদি হয় সে সতী
          জান্নাতে তার হবে সহজ যাওয়া।