মুক্ত আমি, ধন্য আমি
মুক্ত আমার ভাষা,
স্বাধীনতা'র রঙ মেখে আজ
মনের কথা বলতে পারি
ইচ্ছে মতো চলতে পারি
মজুর, কুলী, চাষা।
মুক্ত আমি, ধন্য আমি
কাটছে সময় বেশ,
স্বাধীনতা' র জন্য যে আজ
ফুলের মতো ফুটতে পারি
পাখির মতো গাইতে পারি
মাতিয়ে সারা দেশ।
মুক্ত আমি, ধন্য আমি
স্বপ্ন দেখি রোজ,
লক্ষ বীরের জন্য যে আজ
প্রাণ খুলে সব হাসতে পারি
ইচ্ছে হলেই করতে পারি
সুখের প্রীতিভোজ।
মুক্ত আমি, ধন্য আমি
মুক্ত বধুর কেশ,
একাত্তরের জন্য যে আজ
মেঘের মতো চলতে পারি
তারার মতো জ্বলতে পারি
গড়তে পারি দেশ।
___________