------------------------------------------
মু  - মুসলিম  উম্মাহর  নয়নমণি  রাসুল  তুমি,
হা - হাজার শিক্ষা তোমার হাদিস পাইগো চুমি।
ম  - মন মানে না তোমায়  নিয়ে কোনোই ফান,
মা - মানবো না  কেউ  তোমায়  ঘিরে  অপমান।
দু  - দু'জাহানের মালিক তোমায় বাসেন ভালো,
র  - রহম করম  দিল্ থেকে তাই  দরদ  ঢালো।
রা - রাহমাতুল্লিল্ আ'লামীন ওই  নামেরই সাথে,
সু  - সুখে দুঃখে তোমায় খুঁজি সকল দিবা-রাতে।
লু  - লুকিয়ে রাখি কষ্টগুলো  বুকের  মাঝে সবে,
ল  - লওগো সালাম  প্রতিক্ষণে প্রতিটি  উৎসবে।
লা - লা-ইলাহা'র পরেই দেখি নামটা মিশে আছে,
হ্  - হজ্ব ও উমরায় যাই ছুটে যাই তোমার কাছে।