তোমার পিছু ছুটে সবাই  করছে জীবন মাটি,
মরুর বুকে তোমায় কেহ  ভাবে শীতল পাটি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখে  রাত করেছি শেষ,
তোমায় ছোঁয়া হয়না তবু  কাটেই না উন্মেষ।

ছুটছে সবাই তোমার পানে  গাইছে কতো গান,
তোমার স্বরুপ দেখতে আমার মনকরে আনচান।
তোমার ছবি জীবন জুড়ে আঁকছে সবার মনে,
দিবালোকে খুঁজছে তোমায় কেউ বা সংগোপনে।

তোমায় পেতে কতো মানুষ হইছে নিরুদ্দেশ,
কত্ত কবি তোমায় ভেবে  লাল হয়েছে বেশ।
তোমায় নিয়ে গান সিনেমা চলছে রাশি রাশি,
পায়নি কেহ তোমার দেখা হওনি পাশাপাশি।

মরিচিকা  সুখ  যে  তুমি   বড়ই  কঠিন  পাওয়া,
তোমায় পেতে আমরা তবু ভুলছি নাওয়া খাওয়া।
কেউ দেখেনি সুখ পাখিটার আসল রূপ টা কি,
ভোজন রসিক ভাবছে তুমি গরম ভাতে  ঘি।

বই পোকারা মানছে তোমায় জ্ঞানের  সমুদ্দুর,
শীতের বুড়ি ভাবছে বোধহয় এক মুঠো রোদ্দুর।
নায়ের মাঝি তোমায় ভাবে পাল তোলা সে নাও,
মরিচিকা  সুখ  যে  তুমি  খুঁজছে  সবাই  ফাও।