এদিক সেদিক না করে ভাই
মনটাকে কাজ দাও,
মনের ঘরে শান্তি পেলে
আর বাকি সব ফাও।
সবাই যখন ঘুমের পাড়ায়
মনের ও ঘুম চাই,
স্বপ্ন মনের আকাশ জুড়ে
তার তো ছুটি নাই।
জীবন জূড়ে স্বপ্ন সবার
নেই তো পিছুটান,
এপাশ ওপাশ গাইছে সবাই
স্বপ্ন ভাঙ্গার গান।
ঈমান জোরে চলুক সবার
জীবন নদীর খেলা,
এটাই আসল, এটাই পূঁজি
ডুববে যখন বেলা।