>.<>.<>.<>.<>.<>.<>.<
কুয়াশার চাদরে ঢাকা সব আজ
চারিদিকে কন্ কনে ঠান্ডা,
থর থর কাঁপে এই দেহ মন
হোক না সে যত বড় পান্ডা।
ধনী আর গরীবে কতটা তফাৎ
এই শীতে বোঝা যায় ঠিক,
শত কাঁথা কম্বল দেখি কারো মাঝ্
কেউ জমে ঠান্ডায় অধিক।
শীত এসে বলে যায় চিনে নিতে
কার মাঝে আছে মানবতা,
নারী শিশু কাঁদে খোলা আকাশে
অসহায় খুঁজে ফেরে কাঁথা।
কাগজের পাতাতে মাখা কত রঙ
ছড়া, কবিতা আর সঙ্গীতে,
দু' হাত বাড়িয়ে এসো মিলে যাই
মানবতা জিতুক এই শীতে।