-------------------------------------------
ফিরে পাবার স্বপ্ন আমায় দেখায়নি তো কেউ,
          না পাওয়ার এক কষ্ট থেকে
          দুঃখ  ব্যথার  আগুন  মেখে
শূন্য বুকে উঠলো নেচে ফিরে পাবার ঢেউ।

ঢেউয়ের দোলায় একটি ছবি দুলছে বারংবার,
          যেই   ছবিটি  বড়োই  চেনা
          আমার ভাইয়ের রক্তে কেনা
কাঁচের  মতোই  সেই  ছবিটি  হয়েছে চুরমার।

আমার  মায়ের স্বপ্ন আশা ধুলায় মলিন আজ,
          যেই স্বপনে ভাসতো মানিক
          মনের  সুখে হাসতো খানিক
সকাল সাঁঝে স্বাধীন ভাবে করতো বাবা কাজ।

বাংলা  মায়ের  সেই ছবিটি কড়িতে নয় কেনা,
          লক্ষ বীরের খুন মেখে যার
          সৃষ্টি   হলো  একটি রেখার
তার সে স্বাধীন মানচিত্রে আমার অনেক দেনা।

১৫/০৯/২০২০ ইং
সিটি প্লাজা, যশোর।