('লাজ"শরম মানুষের জীবনের এমন মূল্যবান একটি উপাদান যেটা ইসলাম ধর্মে ঈমানের অঙ্গ বলেও প্রতিষ্ঠিত। অত্র ছড়া-কবিতাটিতে "লাজ" শব্দটি সমাজ ও রাষ্ট্রের এমন একদল বেশরম ব্যক্তি বর্গকে রুপক অর্থে বুঝানো হয়েছে যাদের আত্ন সম্মান বোধ বলে কিছু নেই। দেশের কোটি কোটি মানুষ তাদেরকে শরম দিতে গেলেও তাদের কিছু এসে যায়না। তাদের কান আছে শোনেনা,চোখ আছে দেখেনা,হৃদয় আছে কিন্তু উপলব্ধি নেই, সব থেকেও তারা অন্ধ,কালা ও বধির)
------------------------------------------
'লাজ' নামে এক লোকের ছিল এমন ভীষণ খিদে,
সামনে পিছে যা পেতো সে ফেলতো খেয়ে জিঁদে।
দেশে অভাব নষ্ট স্বভাব নেইতো পয়সা কড়ি,
আজব লোকে নাস্তা খেতে বেচতো হাতের ঘড়ি।
একদিন সে বাকি খেয়ে বলল- "শোনো মামা",
এই নাও এই রাখো এটা"-খুলে দিলেন জামা।
হোটেল মামায় ভীষণ কড়া মাথা হলো গরম,
রেগেমেগে আগুন সে তো ক্ষেপেছে আজ চরম।
হঠাৎ সেথা জমলো মানুষ বাঁধলো গন্ডগোল,
এমন পিটান ঝাড়লো পিঠে যেনো পুঁজোর ঢোল!
এখন সেতো ভীষণ খুশি কিসের অপমান?
বিনা পয়সায় শরীর মেসেজ তার কাছে সম্মান!
পাবলিক এসে এবার তাকে করলো মাথা টাক,
খুশি হয়ে লোকটা বলে-"চুলকাটার নেই ফাঁক!
কান ধরিয়ে যখন তাকে চাইলো দিতে লাজ,
লোকটা বলে-"সকাল বেলা হয়নি ব্যায়াম আজ!
আসলে ভাই এমন লোকের যতোই পেটান বেঁধে,
'লাজের' কোনো শরম তো নাই শুধুই আছে খিদে।