ভাবছি  রাতে একলা আমি
বাতায়নে  বসি,
চাঁদের সাথে করবো আমি
মিতালী খুব বেশি।

এক নিমিষেই উড়াল দিয়ে
হবো পাশাপাশি,
বলবো তাকে মনের কথা
করবো হাসাহাসি।

ভাবতে গিয়ে ঘুমিয়ে পড়ি
চাঁদ বলে ঘুমলোকে,
শাপলা ফুলের কাছে নাকি
তার ঠিকানা থাকে।

ঘুমের ঘোরে চেঁচিয়ে উঠি
ভাবনা এলো মনে,
চাঁদের বুঝি ঘোর মিতালী
শাপলা ফুলের সনে।

আমায় বুঝি বলবে না সে
তোমায় ভালোবাসি,
মানব মাঝেই সেদিন থেকে
খুঁজি চাঁদের হাসি।