(নারী পুরুষ সবার উদ্দেশ্যে)
---------------------------------
সাবধানতা নয়তো কেবল
শালীন হয়ে চলো,
কৌশলে আজ ঘরে বাইরে
শালীন কথা বলো।
অন্যায় যে জন করো আর
যে জন সুযোগ দাও,
দুনো জনেই সমান দোষী
শ্রম তোমার ফাও।
বেশ ভুষাতে লাজ শরমের
বালাই তোমার নেই,
খাল কেটে আজ কুমির এনে
হারাও তোমার খেই।
খেই হারানো তোমার উপর
বিপদ পড়ে এসে,
চিল শকুনে ছোঁ মেরে যায়
জীবনটা যায় ভেসে।
তাই বলি কি আর চলো না
শালীনতা ভুলে,
তোমায় সবে বাসবে ভালো
দেখবে অনুকূলে।