(আমরা যারা-
" অল্পতেই ঘেমে যাই, দুঃখ তে ভেসে যাই
লজ্জাতে মরে যাই,অভিমানে থেমে যাই"-
তাদের জন্য আমার আজকের এই কবিতা)
-------------------------------------------
কষ্টে যাদের মন আকাশে
দুষ্টু মেঘের জোগাড় শত,
কাব্য লেখায় দূর হবে সব
তাই লিখে যাও অবিরত।
থমকে যাওয়া হৃদয় জুড়ে
নদীর মতো জোয়ার ভাটা,
কাব্য লিখে রাখবে সচল
চলছে যেমন ঘড়ির কাঁটা।
নতুন নতুন গান কবিতায়
ছড়িয়ে তোমার কাব্য গাঁথা,
দূর করে দাও কলম দিয়ে
মনের যতো দুঃখ ব্যথা।
নাইবা পেলে যশ ও খ্যাতি
নাইবা দিলো সালাম কেউ,
নিবিড় ভাবে কাব্য লিখে
মিটাও তোমার মনের ঢেউ।
ধৈর্য্য ধরে , সহ্য করে-
যাও যদি আজ কাব্য লিখে,
ছলাৎ ছলাৎ ঢেউয়ের দোলা
নাচবে আবার ছন্দ মেখে।
পাল তোলা সে নৌকো খানি
চলবে ছুটে নদীর বুকে,
শুকনো মনের তপ্ত জমিন
ভিজবে আবার সৃষ্টি সুখে।