জীবন মানে-
           ভালোবাসা বন্ধনে
           পাশাপাশি দুই জনে
           চুপচাপ গেয়ে যাওয়া
           জীবনের  গান টা।

জীবন মানে-
          শাশ্বত  আহ্বানে
          সত্যের সন্ধানে
          খুঁজে   ফেরা
          দু'চোখের দাম টা

জীবন মানে-
          মস্ত বড় আসামি
          নির্দোষ    প্রমাণে
          অবিরাম ঘুরে ফেরা
          দুনিয়ার কারাগারে।

জীবন মানে-
          দুনিয়ার মানে বুঝে
          জীবনের মানে খুঁজে
          ডুবে থাকা রাত দিন
          জ্ঞানের অসীম সাগরে।

জীবন মানে-
          কখনও বা পথ ভুলে
          ঘটি বাটি ছিঁকে তুলে
          তুমি, আমি, দেশ, জাতি
          হয়ে যাওয়া পুরো বোকা

জীবন মানে-
         সাহসের ঝাণ্ডা হাতে
         আশা নিয়ে শেষ মেষ
         কোন এক কাফেলার
         বিজয়ের গন্ধ শোঁকা।

জীবন মানে-
         ক্ষণিকের খেলা ঘরে
         খেলা করে ক্ষণ শেষে
         পুঁজি,পাটা, শ্রম দিয়ে
         কুড়িয়ে যা পেলাম।

জীবন মানে-
         নিত্য কর্তব্য শেষে
         আপন মনিবের কাছে
         নিশ্চিত ফিরে আসা
         এক নিঃসঙ্গ গোলাম।