যার যার মতো তাকে  পেতে   সবে  চাই,
তার মতো করে কেউ  সেজেছি কি ভাই?
তাকে পেতে সারাক্ষণ  মারি দৌড়  ঝাঁপ,
বুঝিতে   চাইনা  কেহ  তাতেও যে  পাপ।
জীবন  তো   জীবন ই  নেই   কোনো ঢং,
নিজেরাই  তার  মাঝে  ধরিয়েছি    জং।
তাকে পেতে  সকলেই  করি  কোলাহল,
তার  তরে  একফোঁটা  ফেলেছি কি জল?
আমাদের  মতো  কেন  জীবন হতে যাবে?
আমাদের ই   জীবনের  কাছে যেতে হবে।