জীবন পাখি উড়ে যাবে
   শুন্য খাঁচা পড়ে রবে
        ভেঙ্গে যাবে ভবের যত মেলা
        সাঙ্গ হবে সকল রঙের খেলা।

   হিসেব করে চলি সবাই
   পরোকালের কিছু কামাই
        তীরে এসে ডোবার আগে
        জীবন নামের ভেলা।