ফাগুন এলে মন আকাশে
ভাসে স্মৃতি' র মেঘমালা,
চোখের জলে কপল ভিজে
বাড়ায় বুকে প্রেম জ্বালা ।
ফাগুন এলে মন ছুঁয়ে যায়
বাংলা মায়ের মেঠো সুর,
রফিক, সালাম, বরকতেরা
এই মাসে যান অচিনপুর।
বছর ঘুরে ফাগুন এলেই
আমের বনে ছড়ায় ঘ্রাণ,
আশা'তে বুক বাঁধে সবাই
নেচে ওঠে মন ও প্রাণ।
ফাগুন এলে গাঁও গেরামে
গরম হাওয়া ওড়ায় ধূলো,
স্মৃতির পাতায় উঁকি মারে
ঝরা পাতার সে দিনগুলো।।