--------------------------------
যেদিন তুমি নিরব হলে বাবা --
গুলিয়ে ফেলাই সহজ কথা বলা,
পাথর হলো তোমার শোকে মন
হারিয়ে গেলো হাত ধরে পথচলা।
যেদিন তুমি নিরব হলে বাবা --
বন্ধ হলো মিষ্টি সুরে ডাকা ,
ভুল হয়ে যায় আমার যতো কাজ
মরুর মতো বুকটা করে খাঁ খাঁ।
যেদিন তুমি নিরব হলে বাবা --
কেউ ধরে না বর্ষা রোদে ছাতা,
তোমার অভাব পোড়ায় প্রতিক্ষণ
ভরেনা এই আমার জ্ঞানের খাতা।
যেদিন তুমি নিরব হলে বাবা --
নিরব হলো আমারও হিম্মত
কষ্টগুলো বুকেই বেঁধে বাসা
থমকে দিলো আমার ভবিষ্যৎ।
যেদিন তুমি নিরব হলে বাবা --
নিরব হলো আমার সকল সাধ,
জীবন যেনো ঠকায় প্রতি পদে
স্বপ্ন হলো মিছে বালুর বাঁধ।
প্রার্থনা তাই তোমায় ঘিরেই সব,
শেষ বিচারে ক্ষমা করুন রব।