বইটা আমার ভীষণ আপন
জ্ঞানের ভূবন নিত্য সকাল সাঝে,
ঝালিয়ে নিতে জানার ঝুলি
ডুব মারি তার বুকের ভাঁজে ভাঁজে।

বই সকলের জ্ঞানের আকর
নিত্য সে জ্ঞান ছড়ায় রাশি রাশি,
তার ভিতরে পাতায় পাতায়
সুখ ও দুঃখ ঘুমায় পাশা পাশি।

নতুন নতুন ঘ্রাণ নিতে তাই
মনটা ছোটে বইয়ের পাতায় রোজ,
তার মাঝে যে পাই সকলে
জগৎ জুড়ে ভালোবাসা' র খোঁজ।

বই যে আমার জ্ঞানের সাগর
দু'কূলেই তার ছলাৎ ছলাৎ ঢেউ,
তার জলেতে নৌকা ভাসাই
তার মতো ঠিক নেই জগতে কেউ।

বইয়ের মতো নেই যে সুহৃদ
তার মাঝে নেই কার্পণ্য এক বিন্দু,
তার সাথে যার হয় যোগাযোগ
এক দিন সে হবেই জ্ঞানের সিন্ধু।