মনের সাথে মন মিশানো
চোখের তারায় চোখ,
তোমার আসার পথটি চেয়ে
ভালোবাসার ফুল বিছিয়ে
জুড়িয়ে নিতাম শোক।
তোমায় ঘিরে স্বপ্ন ছিলো
ভাসিয়ে সুখের ভেলা,
নিটোল প্রেমে জড়িয়ে দু'জন
গড়বো প্রেমের রঙিন ভূবন
কাটিয়ে দিবো বেলা।
আমার মনের ফুল বাগিচায়
ফুটতো যতো ফুল,
তোমার খোঁপায় পরিয়ে দিতে
মুচকি হেসে সাজিয়ে নিতে
ভাবিনি এক চুল।
তোমার ও টান কম ছিলো না
চোখের কোণে জল,
তোমার প্রেমের সে রঙ থেকে
এক ফোঁটা জল আমায় মেখে
করতো যে ঝল মল।
সেই তুমি আজ আমায় ছেড়ে
ঘুমিয়ে গেছো দূরে,
আজও সে প্রেম আমায় টানে
মন ছুটে যায় তোমার পানে
ভেজাই দু'চোখ নীরে।