ফাগুন এলো বছর ঘুরে
শীতের বুড়ি পালায় দূরে
কোকিল ডাকে ওই,
ফুল ফুটেছে গাছে গাছে
বন বাঁদাড়ে ফিঙে নাচে
পড়েছে হৈ চৈ ।
আগুন ঝরা ফাগুন এসে
ঘেমে শরীর যাচ্ছে ভেসে
আমের বনে ঘ্রাণ,
উচ্ছ্বাসে গান ধরবে এবার
বিশ্বাসে বুক বাঁধবে সবার
ভরবে মন ও প্রাণ।।