------------------------------------
অ- অন্ধকারে হারিয়ে যাচ্ছি সবে
আ- আলোর দিশা দেখাবে কোনজনা,
ই- ইঁদুর বিড়াল খেলছে সবাই আজ
ঈ- ঈশান কোণে মেঘের আনাগোনা।
উ- উদোর পিন্ডি চাপিয়ে বুদোর ঘাড়ে
ঊ- ঊষালগ্নেই পিছিয়ে যাচ্ছে জাতি,
ঋ-ঋতুর মতো পালটালে বেশ-ভুষা
এ-এক পলকেই নিভবে জীবন বাতি।
এ- একটু বাদেই আসছে সেদিন কাছে
ঐ- ঐ অদূরে ডাকছে তোমায় আমায়,
ও- ওজর আরজ খাটবেনা সেই দিন
ঔ- ঔষধের কাজ করবে আমলনামায়।