আমি-
নৌকা ভাসাই আপণ মনে
উজান ভাটি বুঝে,
ঢেউয়ের দোলায় স্বপ্ন আঁকি
তোমায় খুঁজে খুঁজে।

তূমি-
তোমার পথে চলছো ছুটে
ভুলে সকল ঋণ,
ভাবছো মনের বেলকুনিতে
আমায় মূল্যহীন।

আমি-
সাজাই শুধু মনের বাগান
তোমার দেখা নাই,
শ্রাবণ মেঘের বাদল দিনে
একলা ভিজে যাই।

তুমি-
যখন তখন ভাঙন ধরাও
দিব্বি দেখাও রাগ,
মায়ার জালে আটকে রাখো
অন্তরে দাও দাগ।

আমি-
তোমার মাঝে হারাই শুধু
নিশি করি ভোর,
কাব্য লিখে সময় কাটাই
পুড়ে যায় অন্তর।