আমার শহর ব্যস্ত ট্রেন
ব্যস্ত সকল যাত্রী,
এই খানে মন বান্ধা রাখা
হরেক ফুলের গন্ধ মাখা
হয়না দিবা রাত্রি।
এই শহরে আছে অনেক
কলেজ ও পাঠশালা,
নেই সেখানে প্রকৃত স্বাদ
যায়না দেখা পূর্ণিমা চাঁদ
পাইনা যে গাছপালা।
এই শহরে সারাটা ক্ষণ
হয় যে কোলাহল,
হয়না গোসল মাঝ পুকুরে
হাঁক জোড়েনা রাতদুপুরে
খেকশিয়ালের দল।
এই শহরের গরম হাওয়ায়
বেরোই যেন জান,
নেই এখানে ঝর্ণা ধারা
ঝুম পাহাড়ে পাগল করা
ফুল পরীদের গান।
ইট পাথরের এই শহরে
বাড়ায় তবু প্রীতি,
ঘুম আসেনা দু'চোখ বুজে
ঝাড়বাতিতে পাইনা খুঁজে
রাতের সে প্রকৃতি।