ঈদ এসেছে  বছর  ঘুরে  সবার ঘরে,
পথের  শিশু  উঁচু  নিচু সবার  তরে।

ঈদ এসেছে চুকিয়ে  দিতে সকল  দুখ,
ত্যাগের মাঝেই খুঁজে নিতে মনের সুখ।

নতুন পোশাক পরে  সবাই  করবে ঈদ,
নতুন করে  সাজবে  মন ভাঙবে  নিদ।

বছর  জুড়ে  কষ্টে  যারা  কাটায় দিন,
ঈদ এসেছে পুষিয়ে নিতে তাদের ঋণ।

এদিন সবাই উজাড় করি মনের ক্ষোভ,
মনের  ভিতর বসত  করা হিংসা লোভ।

ধনীর দুলাল পথের শিশু  মিলিয়ে সব,
এক  সারিতে  চলতে শেখান মহান রব।

ঈদ এসেছে সবার দুয়ার খুলতে আজ,
সুখের ছোঁয়া পৌঁছে দিতে সবার মাঝ্।

গোশত খাওয়া নয়তো ঈদের আসল রঙ,
ঈদ  এসেছে  ছাড়িয়ে  নিতে  মনের  জং।

প্রভুর কাছে  পৌঁছে দিতে চোখের জল,
ঈদ এসেছে  বাড়িয়ে  দিতে  ঈমান বল্।
>.<>.<>.<>.<>.<>.<>.<>.<