----------------------------------------------
আমাদের হৃদয় কুসুম গুলি স্থানু
হাতে পায়ে কিনাঙ্কে ভরা-
সেখানে প্রতিনিয়ত খুন নিঃস্রাবের মউজ
পান্ডুর অবয়বে বিভোলের লেশ নেই,
প্রতিটি লোম কূপে বয়ে গেছে তৃষ্ণার সাইমুম
অথচ, মালঞ্চে আজও ফোটেনি কোনো নার্গিস।
ভেবেছ কি তুমি এখানেই সীমান্ত?
কখনোই না -
আমাদের এ শরীর গুলো বড়ই বেপরোয়া
কালান্তের সাঙ্গ মুহূর্ত ধরে অব্যাহত থাকবে তার
চেষ্টার ঘোড়া,জাঙ্গম থাকবে অধ্যাবসায়।
বিশ্ব জগতের কলঙ্ক মুছে মাত্র একটা সোনালী ভোরের প্রত্যাশায় আমাদের এ দুর্ভেদ্য স্বর্গ যাত্রা যুগ থেকে যুগান্তরে ।
অতএব,
জীবন নদীর ঊর্মি গুলো নিশ্চল হবে ,
হয়তো আরও অসীম আঁধারে ঢেকে
যাবে আমাদের আকাশ।
কিন্তু, এ যাত্রার শেষ হবেনা ততোদিন
যতোদিন নার্গিস না ফোটে মালঞ্চে.....।