----------------------------------
সময়ের কাজ সময় মতোই ভালো
সাধন হয় না গড়িয়ে গেলে বেলা,
তোমার আমার জন্য নিয়ম একই
সময় মতোই শেষ হবে সব খেলা।
চোখের জলের মূল্য অনেক বেশি
জায়গা মতো ফেলতে পারি যদি,
কিন্তু, সে জল অন্য কোথাও ঢেলে
কাজ হবে কি বানিয়ে তাতে নদী?
জীবন থেকেই শিক্ষা নিয়ে দেখি
সময় মতোই যে জন করেন চাষ,
তার ঘরে তো ভরেই থাকে সুখ
খরচ করেন সেটাই বারো মাস।
একই মাঠের কৃষক আমরা যদি
এক সাথেই তো সবার পৌষ মাস,
তবে কেনোই এমন টা হয় বলো
কেউ চেয়ে যায় কারোর সর্বনাশ?
দুধ চায়ে তো লেবুর ভীষণ আড়ি
তাই বুঝি রস বেরোয়না এক ফোঁটা,
নিয়ম মতোই না চিপলে এই লেবু
রস মেলে না যতোই তা হোক মোটা।