বন্ধু তোমার খবর আমার
নেই জানা,
তবুও তোমায় কাছে পেতে
তোমার খোঁজে হারিয়ে যেতে
নেই মানা।
সাঁঝের বেলা নদীর ঘাটে
বাজাই বীন,
পাবার আশায় বুক বেঁধেছি
নিরব ভাষায় ঢের কেঁদেছি
রাত্র দিন।
বৃষ্টি - বাদল মেঘ ও মাদল
যাই সয়ে,
মন যে আমার যাচ্ছে ছিঁড়ে
কখন পাখি ফিরবে নীড়ে
পথ চেয়ে।
জলের ঘাটে ভোর সকালে
কাটতো বেশ,
তোমার খোঁজে ছুটে চলা
ছবির সাথে কথা বলা
হয়না শেষ।
আমায় তুমি় যাওনা ছুঁয়ে
আরেক বার,
দু'চোখ মুছে দাওনা এসে
আগের মতো ভালোবেসে
আজ আবার।