এক সাথেতে লড়ব আজি
রাখব জাতির মান,
এক সুরেতে গাইব আজি
দিন বদলের গান।

সত্য ন্যায়ের সমাজ গড়ার
আজকে সঠিক দিন,
কাঁদবে না কেউ বাজবে শুধু
শান্তি সুখের বীণ।

মান অভিমান বাদ দিয়ে তাই
ভুলো ভেদাভেদ,
হৃদয়টাকে করো আবার
দুধ সম সফেদ।

সুপ্ত ধরায় থাকবেনা আর
অলসতার নীদ,
ঘুম ভাঙ্গানীর সুর ছড়াবো
জাগবে সকল হৃদ।

এসো তরুণ , এসো সবুজ
খুঁজবো সুখের ঘ্রাণ,
পাক্কা হাতের ধাক্কাতে আজ
ফিরবে জড়ে প্রাণ।।
>.<>.<>.<>.<>.<>.<