---------------------------------
সাজবে তরু     সবুজ  পাতায়
ধানের হিসাব    নতুন  খাতায়
      হেমন্ত  দিন  এসে,
ভরবে  এ ঘর   আতপ   চালে
ঘ্রাণ   ছড়াবে     ফুল  ফসলে
      অভাব  যাবে ভেসে।

পুকুর  পাড়ে    খড়ের  গাঁদা
একটু   হলুদ   একটু   সাদা
     গোরুর খাবার তাতে,
তার   ভিতরে    লুকিয়ে থেকে
গাঁয়ের কিশোর   ময়লা  মেখে
     খেলবে   দিবা রাতে।

আকাশ  হবে  জ্যোৎস্না  তরী
দুধেল  রঙের    মেঘের পরী
      ছুটবে  পাশাপাশি,
রাতের উঠোন   ফুল বিছানা
গল্প   বুড়ি     বিছিয়ে ডানা
      চলবে   হাসাহাসি।

প্রকৃতির  এই    ছন্দ   সুরে
হিংসা যাবে   পালিয়ে  দূরে
     দ্বন্দ্ব  ভুলে  হেসে,
মনটা  হবে   উথাল পাতাল
আসবে যেদিন  হেমন্ত কাল
    ধান শালিকের দেশে।