----------------------------------
আজ কালকের বিয়েবাড়ি
যেওনা কেউ আড়াআড়ি
সঙ্গে কিছু নাও,
খাবার আগে ঢোকার পথে
নগদ টাকা থাকলে সাথে
খাতায় লিখে দাও।
যদি করো ছল - চালাকি
বুঝবে পরে তার ঠ্যালা কি!
বাকীর খাতা নাই,
নিজ বাড়িতে নেই যা তোমার
হও গে তুমি কামার কুমার
ডিনার সেট টা চাই।
যুগ জামানা পাল্টে গেছে
দাওয়াত যেনো ঠাট্টা মিছে
আনন্দটাই ফাও,
পকেট গরম রাখলে তুমি
সবাই তোমায় দেবে চুমি
এবার বুঝে নাও!
গরীব লোকের নেমন্তন্ন
এখনতো আর হয়না গন্য
যাচাই করে চাও,
তাই তো এমন ধান্দা রেখে
পারলে তুমি হোটেল থেকে
দাওয়াত কিনে খাও।