.
    নিত্য  দিনের  ফর্দ  সহ
    অফিস  বাদেই ছোটাছুটি
    হাঁপিয়ে যাই বাজারের ব্যাগ হাতে--
                    আকাশ  ছোঁয়া  স্বপ্নে  বিভোর
                    বউয়ের শত বায়না লেখা তাতে।

    
    খোকার অনেক কান্না  আছে
    নতুন  জামা,  খেলনা  গাড়ি
    কিনেই তবে  ফিরবে বাড়ি আজ--
                     স্বাদ  থাকলেও  বলতে  মানা
                     নিম্ন বিত্তের ভালে দুঃখের ভাঁজ।

    
   বেতন  ভাতা  পাঁচ  বছরে
   এক জাগাতেই  চুপটি  করে
   মাথা নষ্ট  হিসেব  কষে কষে--
                    মাছ  বাজারে  ঢুকলে বিপদ
                    দামাদামি করলে যাবে ফেঁসে।

    
    মাংস  না হয়  বাদই  দিলাম
    শাক-সবজি দিয়েই তো আজ
    অর্ধ  মাসেই  মাথায় ওঠে  হাত--
                     হিসেব নিকেশ মিলছেনা আজ
                    'দামের ঘোড়া' ছুটছে দিবা রাত।

    
    গ্যাস , বিদ্যুৎ আর বাসা ভাড়া
    সকাল  বিকাল  করছে তাড়া
    সব কিছুতেই উর্ধ্ব গতির ছাপ,
                    শুধু মানুষ নামের জন্তু গুলোর
                    দাম কমেছে,বাড়েনি এক ধাপ।
   >.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<