(অনেকেই বর্ণমালা নিয়ে ছড়া-কবিতা লেখার চেষ্টা করে থাকেন। কিন্তু, অধিকাংশ সময় সেগুলো হয় বাচ্চাদের জন্য উপযুক্ত। আমি চেষ্টা করেছি সেটাকে সবার জন্য প্রযোজ্য হবে এমন ভাবে ফুটিয়ে তুলতে। শুরু থেকে শেষ অবধি বিশেষ এক শ্রেণীর মানুষের দৈনন্দিন আচার আচরণের নেতিবাচক চালচিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি ছড়ার মধ্যে। কিন্তু, জানিনা আদৌও কোনো ছড়া হয়েছে কিনা এটি)

অ  - অঙ্ক কষে  জীবন  জুড়ে,
আ - আত্ন ভুলে  যাচ্ছে উড়ে।
ই -  ইচ্ছে  গুলো অনেক  দূর,
ঈ -  ঈদের মতো ছড়ায়  সুর।

উ -  উচিৎ  কথার দেয়না দাম,
ঊ - ঊনিশ বিশেই  ছুটায় ঘাম।
ঋ - ঋণ করে যায় জীবন  ভর,
এ - একটু  খানি নেই  যে  ডর।

ঐ - ঐক্যতানে আজ নেই  খবর,
ও -  ওজন  দেখাই  নেই  সবর।
ঔ -  ঔদার্য  আজ  পিষছে পায়,
ক -  কঞ্চি  বাঁশের  আগেই ধায়।

খ - খুশির  ঠেলায়   আটখানা,
গ - গভীর  শোকে   রাতকানা।
ঘ - ঘরের কোণে খুঁজি  সোয়াব,
ঙ - ব্যাঙের মতো দেখি খোয়াব।

চ - চটকদারের  অভাব  নেই,
ছ - ছন্দে মেতে  মনটা  দেই।
জ - জীবন তবুও  নেই  থেমে,
ঝ - ঝুট ঝামেলায় যায় ঘেমে।

ঞ - মিঞার কথার় অনেক দাম,
ট  -  টাকা  ছাড়া  হয়না  কাম।
ঠ  -  ঠকবাজিতে  বিরাট  পাকা,
ড -  ডাকলে কাজে ভীষণ বাঁকা।

ঢ -  ঢেকে  রাখে নিজের  দোষ,
ণ -  ঘৃণার  বেলায়  নন্দ  ঘোষ।
ত - তবুও  মিঞা  চায়না  মাফ,
থ - থামায়না  তার সেসব পাপ।

দ - দখলদারের  পক্ষে  সে,
ধ - ধনী  হওয়াই  লক্ষ্য যে।
ন - নগদ পেলেই হাত পাতে,
প -পকেট ভরেন  দিন রাতে।

ফ - ফটো সেশন চাই যে তার,
ব - বদ খেয়ালেই  সময় পার
ভ - ভন্ড  নেতার  পিছে  ঘুরে,
ম - মনটা নাচায় ডিজে  সুরে।

য - যানবাহনে  দেয়না  ভাড়া,
র - রক্ত গরম মেজাজ  কড়া।
ল - লয়না কভু মায়ের  খোঁজ,
ব - বন্ধু  পেলেই  প্রীতিভোজ।

শ - শহর  থেকে  যায়না  বাড়ি,
ষ - ষাড়ের মতোই  মারে ঝাড়ি।
স - সকল  কাজেই  ধান্দাবাজী,
হ - হুমকি দেওয়ায় পাক্কা কাজী।

ড় - বড়ই  সখের দালান কোঠা,
ঢ় - আষাঢ়  এলেই লুঙ্গি  গোটা।
৺ - চাঁদে  যেতে কিনবে  রকেট,
ৎ - মহৎ  কাজে   শুন্য  পকেট।