(ছাত্র ছাত্রী কিংবা অফিসিয়াল যেকোনো ব্যক্তির বিদায়
অনুষ্ঠানে পাঠ উপযোগী একটি লেখা)
---------------------------------------

আজ পৃথিবী রঙিন আমার , কাঁদছে তবু মন
বিদায় বেলায় বিষন্নতায় , পুড়ছে দুই নয়ন।
মনের আকাশ শব্দহীনা , বাজছে দুঃখের বীন
কেমন করে বলবো বলো,আজ বিদায়ের দিন।

কত্ত আদর সোহাগ-শাসন,আর সে শ্রমের ঘামে
গুরুজনের ছোঁয়া জীবন,আজকে স্মৃতির খামে।
বিদায় সে তো কষ্ট হাজার,ব্যথায় ভরা মন
নীরব সুরে খুঁজে ফেরা,স্মৃতির আলিঙ্গন।

লক্ষ্ কোটি শ্রদ্ধা সালাম, সকল গুরুজনে
জ্ঞান বৃক্ষের ছায়াগুলো, ভাসছে সবার মনে।
আজকে যেনো ছন্দ পতন, নদীর বয়ে যাওয়ায়
ফুল কলিদের ঝরে পড়া ,আচমকা এক হাওয়ায় ।

আজকে বিদায় দেয় নাড়িয়ে,অশ্রু চোখের কোণে
চার দেয়ালের শিক্ষা শাসন, দিচ্ছে উঁকি মনে।
বয়ে চলা  নদীরা আজ , থমকে গেল ঘাটে
কালকে থেকে আমরা কজন,খেলবোনা এই মাঠে।

যদিও বা নিচ্ছি বিদায়, এই আঙিনা থেকে
স্মৃতিরা সব মালা হয়ে, থাক মাধুরী মেখে।
জীবন পথে হয়তো আবার,ফিরব একই ফ্রেমে
চলার পথের সকল স্মৃতি, বাঁধা থাকুক প্রেমে।