পাওনা তুমি যতোই ব্যাথা
মুখের উপর উচিৎ কথা
বলতে তোমার মানা,
হাত পা গুলো বান্ধা তোমার
বক বকানি খাও বেশুমার
চোখ থেকেও কানা।

ফেলবে যে পা গুনে গুনে
পদ - পদবী দেখে শুনে
তুললে আওয়াজ তবে,
উঁচিয়ে আঙুল জবাব দিলে
তোমায় খাবে দিব্যি গিলে
বেগ পোহাতেই হবে ।

যতোই . ..বড়  হোক  পদবী
হোক সে বিশাল লেখক,কবি
আইনে তো সে চাকর,
দাপট দেখায় কেউ সেখানে
কেউ সিগারেট  গাঞ্জা  টানে
কেউবা চরম চা-খোর।

এদের কাছে জীবন তোমার
শেওলা যেমন পুকুর ডোবার
বেবাক মূল্যহীন সে,
ভন্ডামিতেই দেশের সেরা
সুযোগ পেলেই রাতকে এরা
করেই ছাড়ে দিন যে।

কথায় কথায় হ্যাডাম লাগায়
ধমক দিয়ে মেজাজ জাগায়
যেই অফিসের চা খোর,
শোধ দিতে এই মানবিক ঋণ
বড়োই কঠিন হবে সেদিন
তাদের  হাশর - নাশর।।