.
  
দারুণ একটা বুদ্ধি সুদ্ধি'র গল্প বলি আজ
আক্কেলপুরের আক্কাস
দেখতে ভীষণ ঝাক্কাস
সহজ কথা পেঁচানো তার নিত্য দিনের কাজ

ঘরে একখান আছে যে তার সহজ-সরল বউ
দেখতে একটু কালোই
মনটা কিন্তু ভালোই
কথায় যেনো মিশিয়ে রাখা সর্ষে ফুলের মউ

আক্কাস আলী বিকেল হলে বাজারে যায় রোজ
বাজারটা বেশ কাছে
ভরপুর টাটকা মাছে
তবু,আলু পটল কিনেই করেন দিব্যি প্রীতিভোজ

পায়ে হেঁটেই শহরে যায় জিরোয় গাছের তলে
বুদ্ধি সকল কাজেই
ঠকে সকাল মাঝেই
ছাতা রাখে বোগল ডাবায় না ভিজিয়ে জলে

ধুমপানে তার আসক্তি বেশ দেয়না বিরাম মুখে
মেজাজটা তার চড়া
হিসেব ভীষণ কড়া
একটা থেকেই আরেকটা সে ধরায় ম্যাচ না ঠুকে

সরল সোজা বউটা দিয়ে খাটায় মাঠের কাজে
জন - মুজুরী নেয় না
নিলেও খেতে দেয়না
এমন লোকের উন্নতি নেই বুদ্ধি ভীষণ বাজে।।