বৃষ্টি এলে রিমঝিমিয়ে
দৃষ্টি মেলো প্রাণ খুলে,
হিমেল হাওয়া বইছে সাথে
কাশফুলেরা যায় দুলে।
বৃষ্টি নামে ঝন ঝনিয়ে
টিনের চালে সকাল দুপুর,
বৃষ্টি যেনো গাঁও গেরামের
খুকুর পায়ে বাজনা নুপুর।
বৃষ্টি মধুর গান শুনিয়ে
নাচিয়ে তোলে সবার মন,
গাছে গাছে জাগায় সাড়া
বৃষ্টি সবার আপন জন।
বৃষ্টি মধুর ছন্দ ছড়ায়
পুকুর, ডোবা খাল-বিলে
বৃষ্টি এলে মন ছুটে যায়
সবুজ গাছের ঐ ডালে।
বৃষ্টি এলে জীবন ফিরে
জেগে ওঠে সবুজ ঘাস,
বৃষ্টি পাশের ঝিলের বুকে
যেনো পদ্ম ফুলের চাষ।
সব মিলিয়ে বৃষ্টি হলো
মিষ্টি সুরে মধুর গান,
ছড়ায় ছন্দে বৃষ্টি সে তো
মহান রবের সেরা দান।