কোকিলের কুহু তান গাছের শাখায়
তার সাথে কচি পাতা ছাড়ে মিঠে ঘ্রাণ,
প্রকৃতিটা বদলে যায় নতুন সাজে
আসলে ফাগুন ফিরে নাচে মন প্রাণ।
ডালিয়া, নয়নতারা, ভুঁইচাপা আর
নানা ফুলে সুশোভিত হয় পরিবেশ,
কনকচাঁপা র ঘ্রাণে কবি আনমনা -
ছড়া আর কবিতাতে মাতে সারা দেশ।
হীম বুড়ি ফিরে যায় এলে এই ঋতু
রঙে রঙে হয় তার সব কথা বলা,
ভাঁজ করে তুলে রাখি কাঁথা কম্বল-
বধূয়ার সাজে খুঁজে পাই ষোলোকলা।
ঋতুরাজ নামে তারে ডাকে গুনীজন
ফাগুনে আগুন মেখে বসে বইমেলা,
চৈতি দুপুর সেতো কাঠফাঁটা রোদ
ঘাম ঝরে কৃষকের গায়ে সারাবেলা।
সুখেরা স্বপন জুড়ে কত ছবি আঁকে
বর্ণিল বসন্ত ঘিরে নানা আয়োজনে,
ফুলে ফুলে প্রজাপতি ওড়ে নিরিবিলি
ছন্দে দোলায় মন নাচে ক্ষণে ক্ষণে।