বটবৃক্ষের ছায়ায় বসে
   মেখে হিমেল বায়ু,
ক্লান্তি শেষে শ্রান্ত পথিক
   পায় যে ফিরে আয়ু।

হিমেল বায়ু  নয়তো শুধু
    পাই উপকার শত,
আম-কাঁঠালের গন্ধে ব্যাকুল
     হই যে অবিরত।

শাল-সেগুনের আসবাবেতে
     বাড়ায় গৃহ শোভা,
শিউলি বকুল দেয় ছড়িয়ে
     ঘ্রাণটা মনোলোভা।

তাল খেজুরের রস থেকে পাই
      অমৃত এক স্বাদ!
কলা গাছের ভেলায় চড়ে
     বাঁশ দিয়ে দেই বাঁধ।

নিমের মেসওয়াক বড়ই ভালো
     দাঁত রাখে চক চকে,
দেখলে চেয়ে সবুজ শ্যামল
    চোখ থাকে ফক ফকে।

এমন আপন  বন্ধু  সুজন
   কে আছে আর ভবে?
বৃক্ষরোপণ করবো যে তাই
      ছোট বড়ো সবে।