( ছড়ায় ছন্দে নজরুল কাব্য/ রচনা পরিচিত )
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

বলতে পারো কোন সে কবির নামটা দুখু মিয়া,
ঝরতো দরদ সারাক্ষণে কার  সে কলম দিয়া?
কোন সে কবি গাইতো সদা নিপীড়িতের জয়,
নির্যাতিতের  পক্ষ  নিতে  করতো  না সংশয়।

'অগ্নি-বীণা'র সুরের আগুন 'ফণি-মনসা' র কাঁটা,
বিধতো  বুকে  ইংরেজদের  লাগতো গায়ে ঝাটা,
'যুগ বাণী' র কথার ঘাতে কাঁপতো বড়ো লাট,
'বিষের বাঁশী' সুর  ছড়াতো 'তেপান্তরের  মাঠ' ।

'সাম্যবাদী' র  পাতায়  পাতায় 'সর্বহারা' র  জয়,
'নতুন চাঁদ'এ খুশির গানে পালায় 'ঝড়' এর  ভয়।
'পূবের হাওয়া' য় 'দোলন-চাঁপা' 'নির্ঝর'এ দেয় ঘ্রাণ,
'সন্ধ্যা'  বেলায় 'ঝিঙে ফুল' এ ঝিঁঝিঁ  পোকার গান।

'শিউলি মালা' গলায় দিয়ে 'মধুমালা' র বিয়ে,
'কূহেলিকা' র ঝাঁপসাকাশে  চল্ল তাকে  নিয়ে।
১লা বৈশাখ ' সিন্ধু-হিন্দোল' 'ছায়ানট' এর সুর,
'ভাঙার গান' এর  উচ্ছাসে  তা  ছড়ায় বহু দূর।
  
( চলমান.....)