--------------------------------
ফুলের মতো যেই মেয়েটা
তোমার আমার বোন,
তার তরে যে স্বপ্ন আঁকেন
সকল আপণজন।
সবাই এতো কষ্ট করো
নিজের বোনের জন্য,
আমার বোনের বেলায় তবে
ক্যান হয়ে যাও বন্য?
সবার মতো তার কি তবে
বাঁচার আশা নাই?
কেমন করে বিবেক তোমার
পুড়ে হলো ছাই?
মানুষ তুমি দেখতে শুধু
মনুষ্যত্ব পাও কি?
হায়েনা আজ হার মেনেছে
অনুভবে নাও কি?
এমন যদি করছো তবে
পৃথক থেকে দাম কি?
পশুর সাথে বনেই থাকো
এই সমাজে কাম কি?