💢 একটু ভিন্ন স্বাদের ছড়া-কবিতা পড়ুন 💢
( বি:দ্র:-কারও নানা বা দাদার জীবনের সাথে কিংবা নিজের জীবনের সাথে আমার ছড়াটির ভাবসাব মিলে গেলে আমার কিচ্ছু করার নেই। আমি এ ধরণের ভীমরতির অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি সেটাই স্বাধীন ভাবে তুলে ধরার চেষ্টা করেছি)
বয়স বেড়ে সবার যখন
কমে চোখের জ্যোতি,
শেষ বয়সেই কারোর দখি
ধরে যায় ভীমরতি।
নাতি পুতি ডজন খানেক
হয় যে দাদা নানা,
এই বয়সেই কেউবা তাদের
চায় মেলাতে ডানা।
আসল কাজে পায়না গতি
নেই যে আখের ভয়,
সকাল বিকাল দিব্যি চলে
গানের সে তাল্ লয়।
সা-রে-গা-মা র জন্য দেখি
পাগল অনেক দাদা,
শুনলে বলেন পছন্দ তার
শিল্পী অনুরাধা।
ডুগডুগি আর বীণ বাজিয়ে
করবে সবই জয়,
আপদ বিপদ সামলাবে তার
সিনেমার অক্ষ্ময়।
সেটাও না হয় হোক্ গে যা হয়
ভাবছি না তা নিয়ে,
শেষ বয়সেই তাদের কেহ
করে ফেলেন বিয়ে!
জটিল করেন হিসেব নিকেশ
সহায় ও সম্পত্তি,
আগের দাদী থাকলে বেঁচে
সয়না সে একরত্তি।
এমন দাদা চায়না বোধহয়
কোনও নাতি পুতি,
তাই বলি কি কোনো দাদার
না ধরুক ভীমরতি।
তারিখ:১১/০৯/২০২০ ইং
সিটি প্লাজা, যশোর।