রাসুল তুমি দুঃখ - সুখে ভালোবাসার ফুল,
মালা গেঁথে সে ফুল দিয়ে
নিঃশ্বাসে বুক সে ঘ্রাণ নিয়ে
তোমার প্রেমে মাতোয়ারা জীবনের দু'কূল।
আমার চলার প্রতি বাঁকে তোমার ছবি আঁকা
তোমার স্মৃতি প্রতি পদে
পড়ি যখন ঘোর বিপদে
তোমার স্মরণ থেকে কভু হয়না এ মন ফাঁকা।
আমার সারা জীবন জুড়ে তোমার আনাগোনা,
সব মানুষকে ভালোবাসা
তোমার চোখের মিষ্টি ভাষা
রাসুল তোমার জন্য আমার এ মায়াজাল বোনা।
রাসুল তোমার অসম্মানে কাঁপে আমার মন,
বুকটা ফেটে কান্না আসে
নয়ন যুগল জলে ভাসে
তোমার শাফায়াতের আশা করি সারাক্ষণ।