নিরন্তর এই অন্তরে যে
সদা প্রেমের ঢেউ,
সেখান থেকে সৃষ্টি কূলের
বাদ পড়েনি কেউ।
প্রেমের তরে জীবন বিলায়
কত্ত মানুষ রোজ,
একটু ভেবে নেয় না তবু
আসল প্রেমের খোঁজ।
প্রেম যদি সে মুচকি হেসে
দেখায় আলোর ভোর,
দোষ কি তাতে সবাই মিলে
বাঁধি প্রেমের ডোর।
প্রেম যদি হয় আবেগ ভরা
নষ্ট হাজার ছবি,
কপাল দোষে কষ্ট মেখে
হয় যে বেকার সবি।
প্রেমের চিঠি পাইছি আমি
সেদিন আমার বুকে,
জন্ম দিনের আযান কানে
যেদিন দিছেন ফুঁকে।
আমার সে প্রেম প্রভুর সনে
নিত্য সকাল সাঝে,
তিনিই শুধু বিরাজ করেন
আমার হৃদয় মাঝে।