.
জ্ঞান সে ভীষণ প্রশস্ত - সকলকে করে আশ্বস্ত
বুদ্ধিতে বেশ সংকীর্ণতা - কর্মে ঘটায় জটিলতা
জ্ঞান শিখায় কাঁদতে - বুদ্ধি শিখায় হাসতে
জ্ঞান স্রষ্টার গুন তাতে মেলে মুক্তি
বুদ্ধি ইবলিশের গুন দেখায় খোড়া যুক্তি।।
---------------------------------------
×× (আসলে বুদ্ধি বলতে মূলতঃ জ্ঞানহীন বুদ্ধিকেই
বুঝিয়েছি)××