-------------------------------------
সৎ হয়ে চলো যদি দিয়ে মন ও প্রাণ,
আমরণ ছড়াবে তুমি গোলাপের ঘ্রাণ।
🌷🌷🌷🌷🌷
চলা ফেরা সব যদি রাখো ঠিক্ ঠাক্,
ক্ষমা পাবে জীবনের মিছে টুক্ টাক্।
🌷🌷🌷🌷🌷
স্মরণে রাখিলে সদা স্রষ্টার নাম,
খুঁজে পাবে তবে এই জীবনের দাম।
💢💢💢💢💢💢💢💢