.
একদিন এক প্রিয়জনে জিজ্ঞেসিলো আমায়
আপনিও কি হবেন অভিনেতা?
একটু ভেবে বললাম আমি -" ঠিক বলেছেন "
বলুন আপনি -'ঠিক নয়তো কিতা?
পাল্টা বানে নিরব বনে গেলেন প্রিয়জন
শান্ত মাথায় ভাবি কিছুক্ষণ,
ইস্! ঠিক না বেঠিক বললাম আমি তাকে
একটু বাদেই ভিজলো দু'নয়ন।
কল্পনার এক ঘোড়ায় এবার সোয়ার হলাম
সামনে দেখি বিরাট একটা মাঠ,
কাছে গিয়েই থমকে গেলাম-"মাঠ টা কোথায়!
নাট্য মঞ্চে করছে যে যার পাঠ।
কেউবা সাজে মহানায়ক কেউবা সেথা ভিলেন
দু'নো পক্ষেই আছে কারোর মন,
রাজা মন্ত্রী সেজে কেউবা করছে রাজ্য শাসন
প্রজারা সব আমার প্রিয়জন!
আমি কেনো বাদ যাবো তাই মঞ্চে উঠে পড়ি
এখন আমরা সবাই অভিনেতা ,
সব অভিনয় জীবন জুড়ে শিখছি দিবা রাতে
করতে পারি যখন যেমন যেথা।