-------------------------------------------
ছুটির শেষে সেদিন আমি এলাম কাজে ফিরে,
সারাটা দিন কাটলো আমার নানান কর্ম ঘিরে।
আস্তে ধীরে দিনের শেষে সন্ধ্যা এলো যেই,
বড্ড একা লাগছে আমায় -"মিনু" পাশে নেই!
রাতে খাওয়ার সময় হলে ফোনটা নিলাম হাতে,
সুখ দুঃখের কতো কথা হলো সবার সাথে।
ছেলে মেয়ে বউ ছাড়াও আরও কত্তো জন,
খবর নিতে ভুল করেনি আমার ব্যস্ত মন।
শুধুই দেখি বাদ পড়ে যায় মিনুর খবর পাওয়া,
তার যে ভীষণ কষ্ট হবে কে দেবে তার খাওয়া?
মিউ্ মিউ্ মিউ্ চেনা সে ডাক ভাসে আমার কানে,
কাটছে কি দাগ কারও মনে সেই সে মিনুর টানে?
কারও কাছে হয়তো আবেগ এই যে ভালোবাসা,
আমি তো ঠিক বুঝতে পারি আমার মিনুর ভাষা।
একদিনের এক কান্ড আমায় হাসায় আজো বেশ,
মনটা আমার ব্যস্ত তবু কাটছে না সেই রেশ।
আমার খাওয়া হচ্ছে তো বেশ আনন্দ উল্লাসে,
ভাবছি মিনুর দিনগুলো আজ যাচ্ছে উপবাসে।
তাইতো আজও গুছিয়ে রাখি হাড্ডি, মাংস, কাঁটা,
মিনুর প্রতি এমন প্রেমের না হয় যেনো ভাটা।
তোমার আমার বাড়ির পাশে হাজার মিনুর বাস,
তাদের তরে ভাগ করে দাও আনন্দ উল্লাস।