আমি একটা নির্মল আকাশ চাই-
               যেখানে হাসি  গান আর কবিতা
               যেখানে  অব্যাহতি আর প্রতীতি,
               যেখানে আছে অবরুদ্ধের নিষ্কৃতি।

আমি একটা নির্মল আকাশ চাই-
               যেখানে  প্রচ্ছন্ন  প্রতিটি  প্রান্তর
               যেখানে  উন্মুক্ত  প্রতিটি  অন্তর,
               যেখানে শুধু শান্তির পূর্ণাবতার।

আমি একটা নির্মল আকাশ চাই-
             যেখানে অবিরাম বহমান মলয় সমীরণ
             যেখানে নব কলেবরে হাসে মানবতা,
             যেখানে  থাকবে সর্বজনীন সহিষ্ণুতা।

আমি একটা নির্মল আকাশ চাই-
            যেখানে প্রতিপন্ন বিষয়ে একাকার
            যেখানে তকলিফ নেই গোলামের,
            যেখানে  সংকোচ  নেই  জীবনের।

আমি একটা নির্মল আকাশ চাই-
            যেখানে স্বেচ্ছাচারিতার মূলোৎপাটন
            যেখানে থাকবেনা রোষরক্ত  নয়ন,
            যেখানে শুধুমাত্র প্রীতি প্রফুল্লোচন।