>.<>.<>.<>.<>.<>.<>.<>.<>.<

কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা,
কত্তো  জ্ঞানের  খবর  আমার নেই জানা।
প্রকৃতির  এই  ছন্দ  দোলায় নিটোল  মন,
যায়  উড়ে যায়  মন পাখি ওই  সুন্দরবন।

ঘোমটা টেনে দূরের আকাশ মুচকি হাসে,
নীল সাগরে বোঝাই জাহাজ দিব্যি ভাসে।
গরাণ, গেওয়া  দাঁড়িয়ে  যেনো সেনা দল,
চরণে  তার  ঢেউ খেলে  যায় নোনা জল।

সুন্দরী কাঠ মন কেড়ে নেয় সব জনের,
হরিণ, বানর  বাড়ায়  শোভা এই  বনের।
রয়েল বেঙ্গল টাইগারের বাস এই খানে,
দুনিয়া জুড়ে তার সে খবর সবাই জানে।

'ওয়ার্ল্ড হেরিটেজ' তালিকাতে সুন্দরবন,
তাকে  ঘিরে  লেখেন  হাজার গুণীজন।
সন্ধ্যা  নামে এই খানে  রোজ দিন শেষে,
আমার বাড়ি সেই সে বনের কোলঘেঁষে।