আমি  যখন  ছোট্ট  অতি
আস্তে  ছিল  চলার  গতি
  ডাকতো মায়ে খোকা,
ধৈর্য্যটা  কম  ছিল  নাকি
পড়ায়়লেখায়  মস্ত ফাঁকি
   স্বভাবে  একরোখা।

খেলায়ধুলায় ছিলাম যে বেশ
মাঠে  ঘাটে  দিন  হতো  শেষ
     কিংবা পথের বাঁকে,
জিতলে ভারী  খুশি  হতাম
ব্যর্থ  হলে  পুষিয়ে  নিতাম
     কামড়ে যাকে তাকে।

একবার  এক  বন্ধু  আমায়
ময়লা কিছু মাখিয়ে জামায়
     পালিয়ে গেলো ছুটে,
এইতো  আমি  দৌড়ে সেবার
কান ধরে টান খামচে আবার
      ব্যাগটা নিলাম লুটে।

ডানপিটে এই  খোকার মুঠোয়
কাঠফাঁটা  রোদ  দুপুর দু'টোয়
       ফড়িং ধরার  ফাঁদ,
গেঞ্জি  খুলে  ঝিলের  জলে
ডানকানা  মাছ  ধরার ছলে
      মিটিয়ে নিতাম সাধ।

সেই আমি আজ এই আমি'তে
  স্বপ্ন  আশার  ফুল  দানিতে
        হচ্ছে জীবন পার,
  আমার  আমি  সবার  আমি
  এর  চেয়ে আর কীইবা দামী
        নেই যেখানে হার।