আর কখনো মগ ডালে চড়বোনা আমি
বয়সকালে মনে উঠলেই নিমিষেই মগ-ডালে চড়েছি
শুধু ডাল ভেঙে পড়িনি বলেই এখনো অক্ষত আমি
তবে অসংখ্যবার চূড়ায় ওঠার আগেই...
পা পিছলে পড়েছি নিচে।
আবেগ ও জিঘাংসা চরিতার্থে চেষ্টা চলতো আবারও
দু' একবার দেখাও মিলেছে তথাকথিত সফলতার
আমি একেবারেই নিশ্চিত,
বারবার কেউ একজন ভালবেসে টেনে ধরেছেন বলেই এখনো অক্ষত আমি।
আজ আমি অতটা সক্ষম নই, যতটা ছিলাম ভরা মৌসুমে
ক্রমেই নিঃশেষ হতে চলেছে আমার শৌর্যবীর্য
ঝিম ধরেছে আমার শরীরের শাখা প্র-শাখায়
আজ আমি অতদূর দেখিনা যতদূর দেখতাম কৈশরে, বয়ঃসন্ধি কিংবা ভরা যৌবনে....
ক্রমেই সংকুচিত হয়ে আসছে আমার দৃষ্টিসীমা
প্রতিক্ষণে অন্ধকার হয়ে আসছে আমার পৃথিবী
ঝাপসা আলোয় হোঁচট খাওয়ার ঝুঁকি বাড়ছে অবিরাম
প্রতিটি মুহূর্তে গন্তব্য আমাকে হাত উঁচিয়ে ডাকছে
এখনও মগ-ডালে বসেই অভিশপ্ত শয়তান
ছদ্দবেশী অনুসারী পাঠায় আমার কাছে....
শেষবারের মতো আমাকে একবার তার কাছে নিতে চায়
আমার সম্বিত ফিরে আসে বলেই এখনো অক্ষত আমি।
ওগো মাওলা! ও রাব্বে কারিম!!
আর কখনোই মগ-ডালে চড়তে চাইনা আমি
আমাকে আরেকবার টেনে ধরো তুমি,
ঠিক যেমনটি বড়ো ভালবেসে টেনে ধরেছিলে
আমার কৈশর, বয়ঃসন্ধি, যৌবন আর ভরা মৌসুমে।।